মৃত ব্যক্তির নাম টয়েন ত্রিপুরা (৫০)। সে কংলাক পাড়া এলাকার অমিত্য কুমার ত্রিপুরার ছেলে। রাহুল চাকমা বলেন, ‘মঙ্গলবার কংলাক পাড়া এলাকায় নিজের জুম পুড়ানোর জন্য আগুন দেয় টয়েন ত্রিপুরা। তবে আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়লে সে আগুনের মাঝখানে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। আমি নিজে এখন খাগড়াছড়ি সদর হাসপাতালে আছি।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শিরীন আক্তার বলেন, সাজেকে জুম পুড়ানোর সময় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।