প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ২:৫২ পি.এম
সাজেকে জুম পুড়াতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে জুম পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে একজন মারা গেছেন।মঙ্গলবার (২৫ মার্চ) সাজেক ইউনিয়নের কংলাক পাড়া এলাকায় নিজের জুম পুড়ানোর জন্য আগুন দিতে গিয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা (জন)।
মৃত ব্যক্তির নাম টয়েন ত্রিপুরা (৫০)। সে কংলাক পাড়া এলাকার অমিত্য কুমার ত্রিপুরার ছেলে। রাহুল চাকমা বলেন, ‘মঙ্গলবার কংলাক পাড়া এলাকায় নিজের জুম পুড়ানোর জন্য আগুন দেয় টয়েন ত্রিপুরা। তবে আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়লে সে আগুনের মাঝখানে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। আমি নিজে এখন খাগড়াছড়ি সদর হাসপাতালে আছি।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শিরীন আক্তার বলেন, সাজেকে জুম পুড়ানোর সময় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta