
পিরোজপুরের কথিত যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবু ঢাকায় গ্রেফতার হয়েছে। বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বাবু পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, তার বিরুদ্ধে পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১৮টি মামলা রয়েছে।