প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৪:৩৩ এ.এম
পিরোজপুরের ‘মদ বাবু’ গ্রেফতার

পিরোজপুরের কথিত যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবু ঢাকায় গ্রেফতার হয়েছে। বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বাবু পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, তার বিরুদ্ধে পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১৮টি মামলা রয়েছে।
মামলার নথিসূত্রে জানা যায়, জুলাই বিপ্লবে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর কবি নজরুল ইসলাম কলেজ গেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে বাবুর বিরুদ্ধে।এ বিষয়ে বাবুর নিজ এলাকা শারিকতলা ইউনিয়নের বাসিন্দারা জানান, বাবু এলাকায় বিগত সরকারের প্রভাবশালীদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আর এই পরিচিতিকে কাজে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব করতো। মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসার আড়াল করার জন্য এলাকায় তৈরি করে গরু ও ছাগলের খামার। অবৈধ মদের ব্যবসার সাথে সম্পৃক্ততার কারণে পিরোজপুরে সে মদ বাবু নামে পরিচিত।পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, বাবুর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ পিরোজপুর সদর থানায় ৪ টি মামলা রয়েছে। সে বিভিন্ন সময় পরিচয় গোপন করে পলাতক অবস্থায় ছিলো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta