
যাদের রোজা রাখা ঝুঁকিপূর্ণ:ডায়াবেটিক রোগীদের যাদের মধ্যে নিচের তালিকার অন্তত একটি সমস্যা বিদ্যমান, তাদের জন্য বিশেষভাবে রোজা রাখা ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আছে—♦ রোজা শুরুর তিন মাসের মধ্যে যাদের তীব্র মাত্রার হাইপোগ্লাইসেমিয়া কিংবা ডায়াবেটিক কিটো এসিডোসিসের মতো জটিলতা তৈরি হয়েছে।♦ বারবার যাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার প্রবণতা আছে। এ অবস্থাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া, যা দ্রুত প্রাণঘাতী হতে পারে। ♦ যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাদের জন্য রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।♦ যেসব রোগী প্রতিদিন তিন বা আরো বেশিবার ইনসুলিন গ্রহণ করে তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ।♦ গর্ভবতী নারীদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে হবে।♦ ডায়াবেটিসের পাশাপাশি অস্থিতিশীল হৃদরোগের উপস্থিতি থাকলে।♦ ডায়াবেটিসের সঙ্গে কিডনির সমস্যায় ভুগছে যারা, বিশেষত যাদের ডায়ালিসিস করতে হয়।