
দুর্নীতি ও ব্যবস্থাপনার দোষে বন্ধ হয়েছে বেক্সিমকোর ১৪টি প্রতিষ্ঠান। ওদের দায় সরকারের ঘাড়ে নেওয়া ঠিক হবে না। সরকার টাকা দিয়ে তাদের (বেক্সিমকো) ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখবে- মনে রাখতে হবে সরকারের টাকা মানে জনগণের টাকা। এ টাকা অন্য খাতে ব্যয় করতে হয়। বিশেষ করে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার খাতে ব্যয় বেশি করতে হয়।অর্থনৈতিক বিষয় ও ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাদের প্রতি (বেক্সিমকোর শ্রমিক) আমাদের নজর আছে।এর আগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এক লাখ মেট্রিক টন চাল, দুকার্গো এলএনজি, মসুর ডালসহ পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।