প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১০:১১ এ.এম
দুর্নীতি দোষে বন্ধ হয়েছে বেক্সিমকো
দুর্নীতি ও ব্যবস্থাপনার দোষে বন্ধ হয়েছে বেক্সিমকোর ১৪টি প্রতিষ্ঠান। ওদের দায় সরকারের ঘাড়ে নেওয়া ঠিক হবে না। সরকার টাকা দিয়ে তাদের (বেক্সিমকো) ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখবে- মনে রাখতে হবে সরকারের টাকা মানে জনগণের টাকা। এ টাকা অন্য খাতে ব্যয় করতে হয়। বিশেষ করে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার খাতে ব্যয় বেশি করতে হয়।অর্থনৈতিক বিষয় ও ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাদের প্রতি (বেক্সিমকোর শ্রমিক) আমাদের নজর আছে।এর আগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এক লাখ মেট্রিক টন চাল, দুকার্গো এলএনজি, মসুর ডালসহ পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি কমছে। অবকাঠামো নির্মাণ প্রকল্পের কার্যক্রম কমে যাওয়া এর প্রধান কারণ। এছাড়া ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের আয়ের ওপর প্রভাব পড়েছে। যদিও সরকার ব্যবসা-বাণিজ্যের গতি ফেরাতে উদ্যোগ নিয়েছে। সামনে গরম আসছে, এলএনজি সংকট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা- প্রশ্নের জবাবে বলেন, এলএনজি সংকটের কোনো সম্ভাবনা নেই। আজকে আমরা দুইটা লটে এলএনজি আমদানি করতে বলেছি।এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হচ্ছে। ব্যয় হবে ৯৫ কোটি টাকা। প্রতি কেজি ডালের মূল্য ৯৫.৪০ টাকা। শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এ ডাল কেনা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta