Dhaka 10:40 pm, Friday, 9 May 2025

৩ ম্যাচে দুই সেঞ্চুরিতে আবরারের বিশ্বকাপ

সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও।

শ্রীলঙ্কায় রীতিমতো উড়ছে জাওয়াদ আবরারের ব্যাট, সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। প্রথম ম্যাচে জয়ের পর টানা ৩ ম্যাচে পাত্তাই পেলো না লঙ্কান যুবারা। আবরারের সেঞ্চুরিতেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরা জুনিয়র টাইগাররা। এবার গতকাল তার আরেকটি রেকর্ড গড়া সেঞ্চুরিতে আরও একবার লঙ্কান যুবাদের পরাস্ত করলো বাংলাদেশ। ৫০ ওভারে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ৩৩৬ রান। ১৪ চার ও ৩ ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করেন আবরার। যুব ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি করা বাংলাদেশের চতুর্থ ওপেনার তিনি।

দেশের বাইরে যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। দেশের মাঠেও এর চেয়ে বড় ইনিংস আছে স্রেফ একটি। ২০১৯ সালে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে রান ছিল ৩৪০। রান তাড়ায় শুরু থেকে ধুঁকতে ধুঁকতে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত করতে পারে ১৯০ রান। দল আমার জন্য জিতেছে, আমার কন্ট্রিবিউশন ছিল সবমিলিয়ে আমি খুশি।’শ্রীলঙ্কায় সিরিজ খেললেও আবরারের চোখ এখনই বিশ্বকাপে। পরের লক্ষ্য নিয়ে বলতে গিয়ে এই ডানহাতি ওপেনার বলেন, ‘আমাদের বিশ্বকাপ আছে সামনে। আমাদের দলটাও অনেক ব্যালেন্সড, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব মিলিয়ে দারুণ। ইনশাআল্লাহ্‌ আমরা দেশের জন্য ভালো কিছুই করবো।’ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে রান তাড়ায় শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। ওপেনার দুলনিথ সিগেরাকে শূন্য রানে ফেরান আল ফাহাদ, আরেক ওপেনার রেহন পেইরিসকে ১ রানেই থামান অভিষিক্ত সানজিদ মজুমদার। চামিকা হিনাটিগালা চেষ্টা করছিলেন পাল্টা আক্রমণের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

৩ ম্যাচে দুই সেঞ্চুরিতে আবরারের বিশ্বকাপ

Update Time : 12:56:31 pm, Sunday, 4 May 2025

শ্রীলঙ্কায় রীতিমতো উড়ছে জাওয়াদ আবরারের ব্যাট, সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। প্রথম ম্যাচে জয়ের পর টানা ৩ ম্যাচে পাত্তাই পেলো না লঙ্কান যুবারা। আবরারের সেঞ্চুরিতেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরা জুনিয়র টাইগাররা। এবার গতকাল তার আরেকটি রেকর্ড গড়া সেঞ্চুরিতে আরও একবার লঙ্কান যুবাদের পরাস্ত করলো বাংলাদেশ। ৫০ ওভারে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ৩৩৬ রান। ১৪ চার ও ৩ ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করেন আবরার। যুব ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি করা বাংলাদেশের চতুর্থ ওপেনার তিনি।

দেশের বাইরে যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। দেশের মাঠেও এর চেয়ে বড় ইনিংস আছে স্রেফ একটি। ২০১৯ সালে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে রান ছিল ৩৪০। রান তাড়ায় শুরু থেকে ধুঁকতে ধুঁকতে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত করতে পারে ১৯০ রান। দল আমার জন্য জিতেছে, আমার কন্ট্রিবিউশন ছিল সবমিলিয়ে আমি খুশি।’শ্রীলঙ্কায় সিরিজ খেললেও আবরারের চোখ এখনই বিশ্বকাপে। পরের লক্ষ্য নিয়ে বলতে গিয়ে এই ডানহাতি ওপেনার বলেন, ‘আমাদের বিশ্বকাপ আছে সামনে। আমাদের দলটাও অনেক ব্যালেন্সড, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব মিলিয়ে দারুণ। ইনশাআল্লাহ্‌ আমরা দেশের জন্য ভালো কিছুই করবো।’ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে রান তাড়ায় শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। ওপেনার দুলনিথ সিগেরাকে শূন্য রানে ফেরান আল ফাহাদ, আরেক ওপেনার রেহন পেইরিসকে ১ রানেই থামান অভিষিক্ত সানজিদ মজুমদার। চামিকা হিনাটিগালা চেষ্টা করছিলেন পাল্টা আক্রমণের।