Dhaka 6:56 am, Sunday, 16 March 2025

যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে। সময়ের হিসেবে বৈশ্বিক এই মহাযজ্ঞ শুরু হতে আর ৩৪ দিন বাকি। তবে ইতোমধ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে বৈশ্বিক এই টুর্নামেন্টের দামামা বাজতে শুরু করেছে। ২০ দলের অংশগ্রহণে শুরু হওয়া সংক্ষিপ্ত ওভারের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ চারে জায়গা করে নেবে পয়েন্ট তালিকার প্রথম চার দল। তাই বিশ্ব আসরকে সামনে রেখে এখন থেকেই সমীকরণ মেলানো শুরু হয়েছে। কার হাতে উঠতে যাচ্ছে, এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে।

আরো পড়ুন:আইপিএলের এক ম্যাচে যত রেকর্ড

সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজও ভবিষ্যদ্বাণী করেছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালিস্ট চার দলকে বাছাই করেছেন তিনি। এদিকে এই মুহূর্তে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে। এর মধ্য থেকে চারটি দল বেছে নেওয়া সহজ নয়। তবে কঠিন সেই কাজটিই করেছেন যুবরাজ। ভারতের সাবেক এই অলরাউন্ডারের চোখে ৪ সেমিফাইনালিস্ট হলো- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা এই ক্রিকেটার। যুবরাজের ভাষ্যমতে, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবার ফেবারিট।’ তবে এই চার দলকে বাছাই করার পেছনে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট

Update Time : 01:07:46 pm, Sunday, 28 April 2024

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে। সময়ের হিসেবে বৈশ্বিক এই মহাযজ্ঞ শুরু হতে আর ৩৪ দিন বাকি। তবে ইতোমধ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে বৈশ্বিক এই টুর্নামেন্টের দামামা বাজতে শুরু করেছে। ২০ দলের অংশগ্রহণে শুরু হওয়া সংক্ষিপ্ত ওভারের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ চারে জায়গা করে নেবে পয়েন্ট তালিকার প্রথম চার দল। তাই বিশ্ব আসরকে সামনে রেখে এখন থেকেই সমীকরণ মেলানো শুরু হয়েছে। কার হাতে উঠতে যাচ্ছে, এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে।

আরো পড়ুন:আইপিএলের এক ম্যাচে যত রেকর্ড

সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজও ভবিষ্যদ্বাণী করেছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালিস্ট চার দলকে বাছাই করেছেন তিনি। এদিকে এই মুহূর্তে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে। এর মধ্য থেকে চারটি দল বেছে নেওয়া সহজ নয়। তবে কঠিন সেই কাজটিই করেছেন যুবরাজ। ভারতের সাবেক এই অলরাউন্ডারের চোখে ৪ সেমিফাইনালিস্ট হলো- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা এই ক্রিকেটার। যুবরাজের ভাষ্যমতে, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবার ফেবারিট।’ তবে এই চার দলকে বাছাই করার পেছনে কোনো ব্যাখ্যা দেননি তিনি।