
শরীয়তপুর ডামুড্যা আব্দুর রহমান (কালু) (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ডামুড্যা থানার পুলিশ।
গতকাল শনিবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায় ভোরে তারে ডাকতে গেলে কোন সাড়া শব্দ না পেলে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে গিয়ে দেখে গলায় মাফলার পেচিয়ে আড়ার সাথে ঝুলে আছে মনের টানে বাড়ির লোক জন ডামুড্যা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয় সেখান থেকে ডাক্তার ফিরত দেন ।আব্দুর রহমান (কালু) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বাহাড্ডা গ্রামের মোঃসুরুজ মিয়া বেপারীর ছেলে । ডামুড্যা থানার এস,আই বিপ্লব কুমার দাস বলেন রবিবার সকালে সংবাদ পেয়ে আব্দুর রহমান কালুর লাশ উদ্ধার করা হয় , ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরন করা হবে । এ ব্যাপারে ডামুড্যা থানায় অপমিত্যু মামলা প্রকিয়া চলছে । পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।