
চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী আহত হয়েছেন।গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সুবীর চক্রবর্তী উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার বাসিন্দা।
আহত প্রবীর চক্রবর্তী বলেন, ‘শুক্রবার রাত ১০টায় আমরা দোকান বন্ধ করে বাড়ির কাছাকাছি এলে সুশীল দাশ নামক এক প্রতিবেশী আমাদেরকে কথা বলার জন্য ডাকেন। আমরা গেলে রূপক দাশ, দ্বীপ্ত দাশ, সুদীপ্ত দাশ, অলক দাশসহ আমাদের জায়গা-জমির বিরোধী পক্ষের প্রায় ১৫ থেকে ২০ জন লোক আমাদের ওপর হামলা করে। তাদের ছুরিকাঘাতে আমার ভাই সুবীর নিহত হন। আমিও আহত হয়েছি।’
ওসি জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।