
ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের (সুপারি কাটার শর্তা) আঘাতে সাজিদ মিয়া (২৩) নামে এক যুবককে খুন করা হয়েছে।গতকাল বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নগরীর কাচিঝুলি হামিদ উদ্দিন রোডের বাসিন্দা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মন্টু মিয়া ও সাজিদ মিয়া একই এলাকার বাসিন্দা। একটি চুরির ঘটনাকে কেন্দ্র বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাজিদকে সুপারি কাটার শর্তা দিয়ে বুকের মধ্যে উপর্যুপরি আঘাত করেন মন্টু মিয়া। এতে সাজিদ মিয়া গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরই মন্টু মিয়া পালিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।