
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের মাথায় তিনটি ছিদ্র রয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আলাউদ্দিন মিরপুরের বেনারসি পল্লী এলাকার আব্দুল খালেকের সন্তান। তার ছোটখাটো ব্যবসা ছিল বলে জানা গেছে।