Dhaka 8:10 am, Sunday, 16 March 2025

পাবনায় ককটেল বিস্ফোরণে যুবক আহত

জব্দকৃত ককটেল

পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫নং শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে আহত যুবক নেকবাল পলাতক রয়েছেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ৬টি লালটেপ জড়ানো ককটেল এবং ৫টি পেট্রলবোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করে।স্থানীয় বাসিন্দা রাজা হোসেন এবং হেলাল উদ্দিন বলেন, ‘রাত দশটার দিকে আমরা হঠাৎ তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’

এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা ককটেল বানানোর সময় বিস্ফোরণ হতে পারে। তবে কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেয়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

পাবনায় ককটেল বিস্ফোরণে যুবক আহত

Update Time : 10:47:52 pm, Monday, 10 March 2025

পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫নং শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে আহত যুবক নেকবাল পলাতক রয়েছেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ৬টি লালটেপ জড়ানো ককটেল এবং ৫টি পেট্রলবোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করে।স্থানীয় বাসিন্দা রাজা হোসেন এবং হেলাল উদ্দিন বলেন, ‘রাত দশটার দিকে আমরা হঠাৎ তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’

এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা ককটেল বানানোর সময় বিস্ফোরণ হতে পারে। তবে কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেয়নি।’