
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।
নাজমুল হোসেন জেলার মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের হিরা মিয়ার ছেলে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, নাজমুল হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি ফুসফুসের ইনফেকশন (নিউমোনিয়া) ও রক্তে লবনের ঘাটতি জটিলতায় ভোগতে থাকেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান নাজমুল।
তিনি বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১৮ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২৮ জন। এরমধ্যে পুরুষ ২১ জন, মহিলা ৩ জন ও শিশু ৪ জন।
গত মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড।।