Dhaka 9:17 am, Saturday, 15 March 2025

যুবদল কর্মী হত্যা, ডিবির সেই কনক কারাগারে

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় আসামি তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন এ আদেশ দেন।

এর আগে, কনককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কনককে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের কর্মী শাওন নিহত হন।

এরপর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখেছেন বলে অভিযোগ করেছিলেন। সে সময় গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

যুবদল কর্মী হত্যা, ডিবির সেই কনক কারাগারে

Update Time : 08:51:05 pm, Friday, 3 January 2025

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় আসামি তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন এ আদেশ দেন।

এর আগে, কনককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কনককে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের কর্মী শাওন নিহত হন।

এরপর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখেছেন বলে অভিযোগ করেছিলেন। সে সময় গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।