
খুলনায় সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে ২১ নম্বর ওয়ার্ড যুবদল সহ-সভাপতি মো. মানিক হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তবে এ ঘটনায় পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। নিহত যুবদল নেতা মানিক হাওলাদার পুরাতন রেলস্টেশন এলাকার রেলওয়ে থানা এলাকার লোকে কলোনির নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যুবদল নেতা মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি এডিসি মিডিয়া মোহাম্মাদ আহসান হাবিব।
জানা গেছে, নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় যুবদল নেতা মানিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা ছুরি দিয়ে তার বুকে, পিঠে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার জন্য এম্বুলেন্সে ওঠানোর সময় তার মৃত্যু হয়। পুলিশের একটি সূত্র জানায়, মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার খবর জানাজানি হলে ২১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় সাজ্জাত ও তুলি নামে দু’ভাই-বোনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার কতিপয় স্থানীয় মাদক কারবারির সঙ্গে মানিকের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।