
খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ হাসান হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে গুলি ভর্তি একটি রিভলভার, পিস্তলের ১৩ রাউন্ড গুলি ও শটগানের ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আটক হাসান হাওলাদার একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।