
কুমিল্লায় ফেনসিডিল, গাঁজাসহ মাদক ক্রয়-বিক্রয়ের নগদ প্রায় ৯ লাখ টাকাসহ সাজ্জাদ হোসেন সাগর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকায় র্যাব-১১ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সাগর (২২) কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের আবুল হোসেনের ছেলে।
র্যাব কার্যালয় থেকে সোমবার (৩১ মার্চ) বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১ ও সেনাবাহিনী। অভিযানে সাজ্জাদ হোসেন সাগর (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির হেফাজত হতে ৮০০ বোতল ফেন্সিডিল, সাড়ে ১৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
কুমিল্লাস্থ র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সাগর অপর মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিপুকে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল, গাঁজা সংগ্রহ ও ক্রয়-বিক্রয় কাজে সহায়তা করে আসছিল। তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি সাজ্জাদ হোসেন সাগরকে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।