
নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার রুইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবক একই এলাকার রনজিতের ছেলে।স্থানীয়রা জানায়, সকালে নয়নের শিশু সন্তানের সঙ্গে পাশের বাড়ির আরও তিন শিশু খেলাধুলা করছিল। এ সময় প্রথমে এক শিশুকে জোর করে তার নিজ ঘরে নিয়ে যাওয়ার চেষ্টাকালে শিশুটি তাকে কামড় দিলে শিশুটিকে ছেড়ে দেয়। পরে আরও এক শিশুকে মুখ চেপে ধরে জোর পূর্বক ঘরে নিয়ে যায়। এ সময় ঐ শিশুর চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত নয়ন জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে পুলিশের হাতে সোপর্দ করে।লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ভু্ক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।