
কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৫ মার্চ) বড় ঘারমোরা গ্রামে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা মরদেহ নির্জন স্থানে ফেলে রেখে যায়।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত বিল্লাল কুমিল্লা হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামের বাসিন্দা।ওসি জাবেদ উল ইসলাম বলেন, কেন এই হত্যাকাণ্ড, সেটি এ মুহুর্তে বলা সম্ভব না। তবে তদন্ত চলছে। তদন্তের পর হয়তো বলা যাবে হত্যাকাণ্ডের মূল রহস্য। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।