Dhaka 9:32 am, Sunday, 16 March 2025

প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেফতার

প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বাবা-মেয়েকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার নিজ বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন কৃষক মো. নজরুল ইসলামের ছেলে সুমন মিয়া (১৭)। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজহারে উল্লেখ করা হয়। রবিবার রাতে অভিযুক্ত এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অপহৃত সুমনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সবশেষ অবস্থান ময়মনসিংহে ছিল। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণ, তরুণী গ্রেফতার

Update Time : 12:31:59 pm, Tuesday, 12 November 2024

প্রেমে রাজি না হওয়ায় তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বাবা-মেয়েকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার নিজ বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন কৃষক মো. নজরুল ইসলামের ছেলে সুমন মিয়া (১৭)। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজহারে উল্লেখ করা হয়। রবিবার রাতে অভিযুক্ত এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অপহৃত সুমনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সবশেষ অবস্থান ময়মনসিংহে ছিল। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে।’