Dhaka 3:47 pm, Wednesday, 2 April 2025

রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর ফুটপাত থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুরস্থ পলওয়েল কারনেশন শপিং মলের সামনে ঢাকা প্রবেশমুখী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর পুলিশ চেক পোস্ট।

ডিএমপির পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব রওনক জাহান এর তত্ত্বাবধানে  সহকারী পুলিশ কমিশনার জনাব আমজাদ হোসেন এর প্রত্যক্ষ সহায়তায়  অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর উপস্থিতিত নেতৃত্বে  উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুরস্থ পলওয়েল কারনেশন শপিং মলের সামনে ঢাকা প্রবেশমুখী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর যানবাহন চেক করাকালীন ইং-২৩/১১/২৪ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৪৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ও অপারেশন) মোঃ আবু সাইদ মিয়া সংগীয়  এস আই আমিনুল ইসলাম ও চেকপোস্টের দায়িত্ব রত  ফোর্সসহ চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত থাকিয়া সন্দেহভাজন একজন ব্যক্তি মোঃ সরোয়ার কামাল(২৭) কে তল্লাশী করা কালে তার পিঠে থাকা কালো রংয়ের প্রিন্টের সাইকেল ব্যাগের ভিতরে থাকা  ৫০(পঞ্চাশ)টি নীল রংয়ের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত ৯,৬০০ পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

জানা গেছে, মোঃ সরোয়ার কামাল (২৭), পিতা-আবু তাহের, মাতা-সালেহা বেগম, সাং ধামানখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারে তার বাড়ি এবং যাহার মূল্য ৯,৬০০ পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ২৮,৮০,০০০/-টাকা। উক্ত আসামীর নামে নিম্ন বর্ণিত একাধিক মামলা আছে। ক। (1KYVJ) কক্সবাজার এর উখিয়া থানার ,এফআইআর নং-১১/১১, তারিখ- ০৬ জানুয়ারি, ২০২১;  ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত -খ। (2E54S) কক্সবাজার এর উখিয়া থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১২ মে, ২০১৭; জি আর নং-১৬৯/১৭, তারিখ- ১২ মে, ২০১৭; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০

গ। (RY62) কক্সবাজার এর উখিয়া থানার ,এফআইআর নং-২, তারিখ- ০৬ মার্চ, ২০১৫; জি আর নং-উখিয়া থানা ৭০/২০১৫ , তারিখ- ০৬ মার্চ, ২০১৫;  ধারা- ১৪৩/১৪৪/১৪৯/৩৫৩/৩০৭/৩৩২/৩৩৩/১০৯ পেনাল কোড-১৮৬০।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর ফুটপাত থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 08:10:02 pm, Saturday, 23 November 2024

উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুরস্থ পলওয়েল কারনেশন শপিং মলের সামনে ঢাকা প্রবেশমুখী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর পুলিশ চেক পোস্ট।

ডিএমপির পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব রওনক জাহান এর তত্ত্বাবধানে  সহকারী পুলিশ কমিশনার জনাব আমজাদ হোসেন এর প্রত্যক্ষ সহায়তায়  অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর উপস্থিতিত নেতৃত্বে  উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুরস্থ পলওয়েল কারনেশন শপিং মলের সামনে ঢাকা প্রবেশমুখী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর যানবাহন চেক করাকালীন ইং-২৩/১১/২৪ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৪৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ও অপারেশন) মোঃ আবু সাইদ মিয়া সংগীয়  এস আই আমিনুল ইসলাম ও চেকপোস্টের দায়িত্ব রত  ফোর্সসহ চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত থাকিয়া সন্দেহভাজন একজন ব্যক্তি মোঃ সরোয়ার কামাল(২৭) কে তল্লাশী করা কালে তার পিঠে থাকা কালো রংয়ের প্রিন্টের সাইকেল ব্যাগের ভিতরে থাকা  ৫০(পঞ্চাশ)টি নীল রংয়ের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত ৯,৬০০ পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

জানা গেছে, মোঃ সরোয়ার কামাল (২৭), পিতা-আবু তাহের, মাতা-সালেহা বেগম, সাং ধামানখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারে তার বাড়ি এবং যাহার মূল্য ৯,৬০০ পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ২৮,৮০,০০০/-টাকা। উক্ত আসামীর নামে নিম্ন বর্ণিত একাধিক মামলা আছে। ক। (1KYVJ) কক্সবাজার এর উখিয়া থানার ,এফআইআর নং-১১/১১, তারিখ- ০৬ জানুয়ারি, ২০২১;  ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত -খ। (2E54S) কক্সবাজার এর উখিয়া থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১২ মে, ২০১৭; জি আর নং-১৬৯/১৭, তারিখ- ১২ মে, ২০১৭; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০

গ। (RY62) কক্সবাজার এর উখিয়া থানার ,এফআইআর নং-২, তারিখ- ০৬ মার্চ, ২০১৫; জি আর নং-উখিয়া থানা ৭০/২০১৫ , তারিখ- ০৬ মার্চ, ২০১৫;  ধারা- ১৪৩/১৪৪/১৪৯/৩৫৩/৩০৭/৩৩২/৩৩৩/১০৯ পেনাল কোড-১৮৬০।