
নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত বলেন, এই সুপারিশ এখনও বাস্তবায়ন হয়নি। এটা প্রি-ম্যাচিউড। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন।
এর আগে, গত ৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিটটি হাইকোর্টে দায়ের করেন। রিটে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার,বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাবসহ কয়েকটি ধারাকে বিতর্কিত ও সাংবিধানিকভাবে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে
এসবের বৈধতা চ্যালেঞ্জ করা হয় এবং তা পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন জানানো হয়। পরে রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৬ মে আদেশের দিন নির্ধারণ করেন।