
দেশের পোশাক রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বিজিবিএর ইফতার ও দোয়া মাহফিলে দুই সংগঠনের নেতারা এমন প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর আসন্ন নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল
লিডার আবুল কালাম, জেএফকে সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা কফিল উদ্দিন, টর্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন, এজিআই গ্রুপের চেয়ারম্যান চিত্রনায়ক অনন্ত জলিল, বিজিএমইএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট একেএম সাইফুর রহমান ফরহাদ।চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, বিজিএমইএ ও বিজিবিএর বন্ধন যেন অটুট থাকে। দুটি সংগঠন একটা আরেকটাকে ছাড়া চলতে পারবে না। দেশের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে আমাদের এক হয়ে কাজ করতে হবে।জেএফকে সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন বলেন, গার্মেন্ট মালিক তথা ম্যানুফেকচাররা অনেক সময় ক্ষতিগ্রস্ত হতাম বায়িং হাউস দ্বারা। কিন্তু বায়িং হাউস অ্যাসোসিয়েশন সক্রিয় হওয়ার পর আমরা অনেক বায়িং হাউসের সঙ্গে কাজ করতে আস্থা পাচ্ছি। এই আস্থার সম্পর্ক ধরে রাখতে হবে। এ জি আই গ্রুপের চেয়ারম্যান চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, গার্মেন্ট সেক্টরে যে আন্দোলন চলছে, সেগুলো কতটা যৌক্তিক তা বিবেচনা করতে হবে। মুষ্টিমেয় কিছু লোকের জন্য বৃহৎ কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ষড়যন্ত্রকারী-হামলাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে।