
রাজবাড়ীর গোয়ালন্দে সাকুরা পরিবহনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত মোটরসাইকেল চালক রাজবাড়ী সদর উপজেলার ভবক বভদিয়া এলাকার হানিফের ছেলে রুহুল (২০)।বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রমজান মাতুব্বর পাড়া মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগতির সাকুরা পরিবহনটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটিকে টেনে নিয়ে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এলাকায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় নারী নিহত হন এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।