
মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল বিকেএসপি’র-৩ নম্বর মাঠে টস করলেন। এরপর চলে গেলেন ড্রেসিংরুমে। কিছুক্ষণ পরই ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে কল করেন দলটির ফিজিও এনাম আহমেদ। জানালেন তামিম বুকে ব্যাথা অনুভব করছেন তাকে হাসপাতালে নিতে হবে। এরপর ঘটে যায় একের পর এক ঘটনা। যার প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়েছেন দেবব্রত। দৈনিক মানবজমিনকে তিনি তার বর্ণনা করেছেন। জানিয়েছেন প্রতিটি মুহূর্ত কেটেছে শঙ্কা আর ভয়ে ভয়ে।
ঠিক কি হয়েছিল সেই সময়? তিনি বলেন, ‘আমরা যারা কাছ থেকে দেখেছি, ব্যাপারটা কিন্তু অকল্পনীয়। ক্রিকেটারদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করি, নিজেও ক্রিকেট খেলেছি। কিন্তু আজকের ঘটনা ক্যারিয়ারে এরকম হয়নি। সকালে টস করলাম, তামিম আসলো দুই দলের অধিনায়ক। টস করে অধিনায়করা চলে যায়, কিন্তু গতকাল আমাদের একটা মিটিং ছিল। সে প্রেক্ষিতে আমি আর তামিম ৩/৪ মিনিট কথা বলি। কথা বলার পর ও ড্রেসিংরুমে চলে যায়, আমিও আমার দায়িত্বে চলে যাই। ম্যাচও শুরু হয়। ম্যাচ শুরুর আনুমানিক ৪০ মিনিট পর ফিজিও এনাম আমাকে ফোন দিল, তামিম চেস্টে ব্যথা অনুভব করছে আমরা তাকে হাসপাতালে নিতে চাই।