
করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করলে শূন্য রিটার্নের সংখ্যা আরো এক লাখ বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘চলতি করবর্ষে অনলাইনে জমা পড়া ১৫ লাখ আয়কর বিবরণীর ১০ লাখই শূন্য রিটার্ন দিয়েছেন। অর্থাৎ ১০ লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন, তার বিপরীতে কোনো কর তাদের দিতে হয়নি।’ দেশে বর্তমানে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দাবিটা অযৌক্তিক না হলেও তাতে কিছু সমস্যা রয়েছে। যেমন ধরেন এখন ডিজিটালি রিটার্ন সাবমিশন হওয়ায় সব তথ্য আমার হাতে চলে আসছে। আজকে দেখলাম ১৫ লাখ ১৫ হাজার (রিটার্ন জমা) হয়েছে। প্রতিদিন দুই-তিন হাজার করে রিটার্ন পাচ্ছি। আমাদের অনলাইন রিটার্ন এখনো চালু রয়েছে, অনলাইন রিটার্ন বন্ধ নেই। আবার অনেকে রিভাইজড রিটার্ন দিতে পারছেন অনলাইনে, এটা একটা বড় সুবিধা হয়েছেএ প্রস্তাবের জবাবে এনবিআর চেয়ারম্যান আসছে বাজেটে ‘রিলিফ’ দেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘অনেকেই বলে, লোন নিলাম ব্যবসা করার জন্য আর ব্যাংক টাকা কেটে নিয়ে গেল। আয়ের আগেই এভাবে উৎসে কর কেটে রাখা অযৌক্তিক। কিন্তু রাজস্ব আদায় বাড়াতে এসব নীতি নেয়া হয়েছিল।