Dhaka 5:48 am, Friday, 23 May 2025

সৌম্য মাঠে কবে ফিরবেন, জানা যাবে আজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান এই অলরাউন্ডার। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। মাঠ থেকে ছিটকে যান তিন সপ্তাহের জন্য। আঙ্গুলের সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি সৌম্য। ফলে আসন্ন বিপিএলের শুরুর দিকে এই ওপেনারকে পাবে না রংপুর রাইডার্স। দ্রুত মাঠে ফিরতে আজ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই ওপেনার। সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘শনিবার (আজ) বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। এর আগে বিসিবি সৌম্যকে নিয়ে এক বিবৃতিতে জানিয়েছিল, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।  আগামী সোমবার মাঠে গড়াচ্ছে বিপিএল। এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে বেশ কিছু নতুন আয়োজন।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সৌম্য মাঠে কবে ফিরবেন, জানা যাবে আজ

Update Time : 03:11:51 pm, Saturday, 28 December 2024
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান এই অলরাউন্ডার। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। মাঠ থেকে ছিটকে যান তিন সপ্তাহের জন্য। আঙ্গুলের সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি সৌম্য। ফলে আসন্ন বিপিএলের শুরুর দিকে এই ওপেনারকে পাবে না রংপুর রাইডার্স। দ্রুত মাঠে ফিরতে আজ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই ওপেনার। সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘শনিবার (আজ) বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। এর আগে বিসিবি সৌম্যকে নিয়ে এক বিবৃতিতে জানিয়েছিল, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।  আগামী সোমবার মাঠে গড়াচ্ছে বিপিএল। এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে বেশ কিছু নতুন আয়োজন।