ব্যবহারকারীদের সন্তুষ্টির জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফিচার আনছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এরই ধারাবাহিতকায় মেটার অধীন এই প্রতিষ্ঠান নতুন ফিচার আনছে। খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ ইউজাররা স্ট্যাটাস আপডেট শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। তবে স্বয়ংক্রিয়ভাবে তা শেয়ার হয়ে যাবে না। সেজন্য ‘হু ক্যান সি মাই স্ট্যাটাস’-এ গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে।মেটার ঘোষণা, তারা হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে চায়। তবে সেক্ষেত্রেও চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেডই থাকবে। তবে কবে থেকে এটি চালু হবে তা এখনও জানা যায়নি। এ ছাড়াও জানা যাচ্ছে, মেটা একগুচ্ছ ফিচার নিয়েও কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশমকে একজায়গায় নিয়ে আসা।
এ ছাড়াও নতুন নতুন ফিচার আনার কথা জানা গেছে। যার মধ্যে অন্যতম ক্যামেরা ইফেক্ট। গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা ইফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও ইফেক্ট।