Dhaka 4:14 am, Friday, 9 May 2025

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুদককে অনুসন্ধানের অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয়ার বিষয়টি। প্রথমে ২১ এপ্রিল এপিএসের পদ থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়।তবে পরদিন (২২ এপ্রিল) সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে, প্রকাশ্যে আসে নানা গুঞ্জনও। তবে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে খোদ এমনটা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, মোয়াজ্জেম যেহেতু বর্তমানে মন্ত্রণালয়ে কর্মরত নন, সেহেতু মন্ত্রণালয় পর্যায়ে তদন্ত করার সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা দুদককে তদন্তের অনুরোধ জানিয়েছি।মোয়াজ্জেম হোসেন আগেই পদত্যাগের আবেদন করেছিলেন জানিয়ে তিনি বলেন, সম্ভবত গত ২৫ মার্চ তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা পড়ে। ঈদুল ফিতরের পর সেই আবেদন গ্রহণ করি। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেয়ার কথাটি লেখা ছিল। পরে সংশোধিত প্রজ্ঞাপন ওয়েবসাইটে দেয়া হয়েছে। যেখানে তার পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেয়ার কথা লেখা আছে। এখানে একটা ‘মিসকমিউনিকেশন’ হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Update Time : 11:00:43 am, Saturday, 26 April 2025

সম্প্রতি ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয়ার বিষয়টি। প্রথমে ২১ এপ্রিল এপিএসের পদ থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়।তবে পরদিন (২২ এপ্রিল) সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে, প্রকাশ্যে আসে নানা গুঞ্জনও। তবে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে খোদ এমনটা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, মোয়াজ্জেম যেহেতু বর্তমানে মন্ত্রণালয়ে কর্মরত নন, সেহেতু মন্ত্রণালয় পর্যায়ে তদন্ত করার সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা দুদককে তদন্তের অনুরোধ জানিয়েছি।মোয়াজ্জেম হোসেন আগেই পদত্যাগের আবেদন করেছিলেন জানিয়ে তিনি বলেন, সম্ভবত গত ২৫ মার্চ তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা পড়ে। ঈদুল ফিতরের পর সেই আবেদন গ্রহণ করি। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেয়ার কথাটি লেখা ছিল। পরে সংশোধিত প্রজ্ঞাপন ওয়েবসাইটে দেয়া হয়েছে। যেখানে তার পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেয়ার কথা লেখা আছে। এখানে একটা ‘মিসকমিউনিকেশন’ হয়েছিল।