
তামিম ইকবাল এখন কেমন আছেন? এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটিই সবচেয়ে আলোচিত প্রশ্ন। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তামিম হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের ২৪ ঘণ্টার নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থা সম্পর্কে স্বস্তির খবর মিলেছে। জানা গেছে, তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ডাক্তারকে তিনি জানিয়েছেন, আগের চেয়ে ভালো অনুভব করছেন তিনি। তাতে তামিমকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে। সিসিইউতেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করছেন দেশসেরা এই ওপেনার। বর্তমানে তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল।