
গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ হয়ে গেলো অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান। আজ একই ভেন্যুতে ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে। সাত বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গেই বিয়ে হতে যাচ্ছে মেহজাবীনের।বিনোদন অঙ্গনে যা অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা।
অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আকদ সম্পন্ন হয় তাদের। জানা যায়, ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। গতকাল সকাল থেকেই সেখানে দুই পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন, তাদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।আমন্ত্রিত অতিথিরা জানান, অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। তারা জানান, মেহজাবীন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আকদ, গায়েহলুদ এবং বিয়ের অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করবেন।