
কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে সংরক্ষিত বনভূমিতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা, বিট অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ সংরক্ষিত বনভূমিতে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৩ মার্চ উখিয়া জুমছড়ি এলাকায় এক বন্যহাতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে বনবিভাগ। হাতির মৃত্যুর কারণ জানতে করা হয় ময়নাতদন্ত। এসময় বেরিয়ে আসে তিনটি সিসার দানা। সেসময় ধারণা করা হয়েছিল গুলির আঘাতে হাতির মৃত্যু হতে পারে। অবশেষে ইনানী রেঞ্জের গহিন বনে সংরক্ষিত বনভূমিতে পাওয়া গেল হাতিকে গুলি করা সেই অস্ত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি জানান, সংরক্ষিত বনে টহলকালীন সময়ে রেঞ্জ অফিসার, বিট কর্মকর্তা, স্টাফ ও ইআরটি টিমের সমন্বয়ে হাতির মৃত্যুর ঘটনার পেছনের কারণ বের করার চেষ্টা করি। হাতি মৃত্যুর আগে পায়ের ছাপ দেখে সামনে আগালে ইনানী রেঞ্জের জকিরের ঘোনা নামক এলাকায় পাহাড়ে একটি ধানক্ষেত পাহারার জন্য নির্মাণ করা ত্রিপলের ঘর দেখতে পাই।
সেখানে গিয়ে ইআরটি টিমের সহযোগিতায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। মূলত এটিই হাতি মারার কাজে ব্যবহার করা হয়েছিল। এ বিষয়ে জড়িতদের বিষয়ে তদন্ত চলমান। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।