
ভারতের অধিকারভুক্ত নদীগুলোর পানি পাকিস্তান আর পাবে না বলে ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার রাজস্থানের এক জনসভায় তিনি এই ঘোষণা দেন।
কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসে ভারত। এই চুক্তির অধীনেই পাকিস্তানে পানি দেওয়া হতো।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশটির কৃষিজমির ৮০ শতাংশই ভারতের দিক থেকে আসা তিনটি নদীর পানির ওপর নির্ভরশীল। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, চুক্তি স্থগিতে তাৎক্ষণিক কোনও প্রভাব পানি পড়বে না।
এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হয়, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে। যদিও ইসলামাবাদ সে অভিযোগ প্রত্যাখ্যান করে।
এরপর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ৩০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনা দেখা দেয়, যা শেষ পর্যন্ত ১০ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে প্রশমিত হয়।
রাজস্থানে দেওয়া বক্তব্যে মোদী বলেন, প্রতিটি হামলার জন্য পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে, তার সেনাবাহিনীকে দিতে হবে, তার অর্থনীতিকে দিতে হবে।