Dhaka 1:58 pm, Saturday, 15 March 2025

বিএসইসিতে দ্রুত সমাধান চায় ডিবিএ

পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ।

পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে এ ঘটনার দ্রুত সমাধান চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।বৃহস্পতিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ বছর ধরে দেশ বিদেশের নানান নেতিবাচক ঘটনা ও সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল পার করছে। লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নি:স্ব হয়ে গেছে।

বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে সেখানে নিয়ন্ত্রক সংস্থার মতো অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয়’।তিনি বলেন, ‘এ ঘটনা বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সবার মাঝে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। এর দ্রুত সমাধান না হলে বাজারে বিদ্যমান আস্থার সংকট আরও প্রকট হতে পারে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন’।কমিশনের ভেতরে ঘটা এ ঘটনা বাজারে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে এবং বাজারকে অস্থিতিশীল করবে বলে মনে করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘কমিশনের অভ্যন্তরে চলমান বিশৃঙ্খলা দ্রুত বন্ধ হওয়া দরকার। বাজারের বৃহত্তর স্বার্থে কমিশনে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছি’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বিএসইসিতে দ্রুত সমাধান চায় ডিবিএ

Update Time : 02:46:06 pm, Thursday, 6 March 2025

পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে এ ঘটনার দ্রুত সমাধান চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।বৃহস্পতিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ বছর ধরে দেশ বিদেশের নানান নেতিবাচক ঘটনা ও সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল পার করছে। লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নি:স্ব হয়ে গেছে।

বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে সেখানে নিয়ন্ত্রক সংস্থার মতো অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয়’।তিনি বলেন, ‘এ ঘটনা বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সবার মাঝে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। এর দ্রুত সমাধান না হলে বাজারে বিদ্যমান আস্থার সংকট আরও প্রকট হতে পারে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন’।কমিশনের ভেতরে ঘটা এ ঘটনা বাজারে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে এবং বাজারকে অস্থিতিশীল করবে বলে মনে করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘কমিশনের অভ্যন্তরে চলমান বিশৃঙ্খলা দ্রুত বন্ধ হওয়া দরকার। বাজারের বৃহত্তর স্বার্থে কমিশনে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছি’।