
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘পঞ্চপাণ্ডব’ যুগের অবসান হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাদা বলের ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে। এই পাঁচ ক্রিকেটার—মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক ও মাহমুদউল্লাহ—দেশের ক্রিকেটকে অনেক সাফল্য এনে দিলেও এখন আর কেউই জাতীয় দলে নেই।তাদের মধ্যে কেবল তামিম আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন, তবে মাশরাফি ও সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।
মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ২৫ রান ও চার উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ জেতানোর পর মিরাজ বলেন, ‘সবাইকে একসময় ছেড়ে যেতে হয়। তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়েছে। এখন আমাদের দায়িত্ব সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’মিরাজ মনে করেন, বর্তমান দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যারা আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘যারা এখন দলে আছে, আমাদের সবার পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই ৭-৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। ৬-৭ জন ক্রিকেটার আছেন, যারা অন্তত ৬-৭ বছর কিংবা ১০ বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে খেলছেন। তাই বলা যাবে না যে, দল পুরোপুরি নতুন।’তিনি বলেন, ‘আমার মনে হয় দলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারফর্ম করা।’