
মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৩ সালে আদনান আল রাজীব নির্মিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ের খাতায় নাম লেখান তিনি। এ নাটকের মাধ্যমেই দর্শকের নজর কাড়েন অভিনেত্রী। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফারিয়াকে। এক যুগের অভিনয় জীবনে বেশকিছু নাটকে অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন দর্শকদের মন। কাজ করেছেন বড় পর্দাতেও। তবে এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রীকে এখন আর আগের মতো দেখা যায় না। ফারিয়া জানান, তিনি আবারো পর্দায় ফিরতে চান। তবে ভালো গল্প এবং চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, আমার কাছে আসলে মনের মতো স্ক্রিপ্ট আসে না। আমি নিয়মিত কাজ করতে চাই। ভালো গল্পের নাটকে কিংবা সিনেমায় অভিনয়ের প্রচণ্ড ক্ষুধা রয়েছে আমার। মনের মতো স্ক্রিপ্টের জন্য আমি সবসময় মুখিয়ে থাকি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ফারিয়া। সেখানে বিভিন্ন সময়ে দেশে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে লেখেন তিনি।