সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন আইডি থেকে রমজানের শেষ দশকের বিশেষ আমলের নামে এসব পরামর্শ প্রচার করা হচ্ছে। পরামর্শগুলোর মধ্যে প্রতিদিন ১ দিরহাম (এক টাকা) করে দান করার কথা রয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, যদি দিনটি লাইলাতুল কদরের মধ্যে পড়ে তবে ৮৪ বছর বা ১ হাজার মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দানের সাওয়াব পাওয়া যাবে।
এছাড়াও পরামর্শগুলোর মধ্যে প্রতিদিন ২ রাকাত করে নফল নামাজ আদায়ের কথা রয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, দিনটি লাইলাতুল কদরের মধ্যে হলে ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন ২ রাকাত নফল নামাজের সাওয়াব পাওয়া যাবে। আর তৃতীয় পরামর্শ হিসেবে প্রতিদিন ৩ বার সূরা ইখলাস পাঠ করার কথা উল্লেখ রয়েছে। একইসঙ্গে দাবি করা হয়েছে, দিনটি লাইলাতুল কদরের মধ্যে পড়লে ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কুরআন পাঠের সাওয়াব মিলবে।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যায়, রমজানের শেষ ১০ দিনের জন্য কাবা শরিফের ইমামের ফর্মুলা বা পরামর্শ দাবি করে কয়েক বছর ধরেই কিছু তথ্য ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। যেখানে দাবি করা হচ্ছে, কাবা শরিফের ইমাম রমজানের শেষ ১০ দিনের প্রতিদিন ৩টি বিশেষ আমলের কথা বলেছেন। প্রতি বছর ইমামের নাম বদলে একই দাবিতে তথ্যগুলো প্রচার হতে দেখা গেছে। সুতরাং, রমজানের শেষ ১০ দিনের প্রতিদিন ৩টি করে বিশেষ আমল করার বিষয়ে কাবা শরিফের ইমামের পরামর্শ দাবি করে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।