
জনসমক্ষে এক পরিচালকের অসভ্য আচরণ সহ্য করতে হয়েছিল অবনীত কৌরকে। সেই সময়ে তার বয়স ছিল ১১ অথবা ১২। কিছু কঠিন শব্দ বলতে গিয়ে তোতলালে পরিচালক বলেছিলেন, অবনীতের দ্বারা কিছু হবে না।
এমনকি গালিগালাজও করেছিলেন। শারীরিক হেনস্তারও শিকার হয়েছিলেন তিনি। ঘটনাটি নিয়ে তিনি বলেন, মাকে জানানোর পর মা আমাকে ভালো ও খারাপ স্পর্শের মধ্যে তফাত দেখায়।