
ঈদের দুই-তিন আগে এসে গত সপ্তাহের তুলনায় গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেড়েছে। গরু আর মুরগির মাংসের দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।
শুক্রবার রাজধানীর মহাখালী এবং সাত তলা বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে; এসব বাজারে ৮০ টাকার নিচে মিলছে না গ্রীষ্মকালীন কোনো সবজি।
গ্রীষ্মকালীন সবজির মধ্যে গোল বেগুন আকৃতিভেদে কেজিতে ১০ টাকা বেড়ে ৯০ থেকে ১২০ টাকা, করলা কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাংসের দাম
ঈদের আগে হঠাৎ বেড়েছে মুরগি এবং গরু মাংসের দাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে ১৯০ থেকে ২০০ টাকায় থাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে। সোনালি মুরগি (কক) কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকায়, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর ভুঁড়ি ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস আগের মতই কেজি প্রতি ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।