Dhaka 2:30 pm, Friday, 23 May 2025

সব আলো কেড়ে নিচ্ছেন উর্বশী

সামাজিক মাধ্যমে ভাইরাল।

বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেতা ওরহান অবত্রামনি ওরফে ওরি এ মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। চলছে বলিপাড়ায় উর্বশীর আত্মতুষ্টি নিয়ে হাসাহাসি। আর প্রচারের আলো ছিনিয়ে নিতে ওস্তাদ ওরি। চলছে সেয়ানে সেয়ানে টক্কর।

চলতি বছর উর্বশীর জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছিল দুবাইয়ের একটি পানশালায়। তখন সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ডাকু মহারাজ’ সিনেমাটি। ‘দাবিড়ি দিবিড়ি’ নাচও ভাইরাল তত দিনে। নায়িকার জন্মদিনে এই গানে তাকে সঙ্গে নিয়ে নাচছিলেন ওরি। হঠাৎ উর্বশীকে এক ধাক্কা দেন ওরি। গোটাটাই করেছিলেন ইচ্ছাকৃতভাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায় নিজের ঢাক নিজেই পেটাতে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হয়নি। ব্যক্তিগতজীবনেও সেই একইভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই।

অভিনেতা বলেন, আমি প্রথম বিশ্বাস করতে পারছিলাম না যে, কেউ এমন করতে পারে। উর্বশী নিজের স্পটলাইট নিয়ে ঘোরে। স্বাভাবিকভাবেই সেটা দেখে আমার মনে হয় ও তো সব আলো কেড়ে নিল। এতটাই ঝলমলে হয়ে থাকলে যে আমার ঔজ্জ্বল্য কেউ দেখতেই পাবে না। সে কারণে নিজের গানে যখন নাচছিলেন, সেই সময় এক ধাক্কা দিই। পা নড়ে যায় উর্বশীর। কিন্তু এই প্রতিশোধ নিতেই হতো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সব আলো কেড়ে নিচ্ছেন উর্বশী

Update Time : 01:31:30 pm, Thursday, 17 April 2025

বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেতা ওরহান অবত্রামনি ওরফে ওরি এ মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। চলছে বলিপাড়ায় উর্বশীর আত্মতুষ্টি নিয়ে হাসাহাসি। আর প্রচারের আলো ছিনিয়ে নিতে ওস্তাদ ওরি। চলছে সেয়ানে সেয়ানে টক্কর।

চলতি বছর উর্বশীর জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছিল দুবাইয়ের একটি পানশালায়। তখন সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ডাকু মহারাজ’ সিনেমাটি। ‘দাবিড়ি দিবিড়ি’ নাচও ভাইরাল তত দিনে। নায়িকার জন্মদিনে এই গানে তাকে সঙ্গে নিয়ে নাচছিলেন ওরি। হঠাৎ উর্বশীকে এক ধাক্কা দেন ওরি। গোটাটাই করেছিলেন ইচ্ছাকৃতভাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায় নিজের ঢাক নিজেই পেটাতে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হয়নি। ব্যক্তিগতজীবনেও সেই একইভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই।

অভিনেতা বলেন, আমি প্রথম বিশ্বাস করতে পারছিলাম না যে, কেউ এমন করতে পারে। উর্বশী নিজের স্পটলাইট নিয়ে ঘোরে। স্বাভাবিকভাবেই সেটা দেখে আমার মনে হয় ও তো সব আলো কেড়ে নিল। এতটাই ঝলমলে হয়ে থাকলে যে আমার ঔজ্জ্বল্য কেউ দেখতেই পাবে না। সে কারণে নিজের গানে যখন নাচছিলেন, সেই সময় এক ধাক্কা দিই। পা নড়ে যায় উর্বশীর। কিন্তু এই প্রতিশোধ নিতেই হতো।