
গত কয়েক মাস ধরে উর্বশী রাউতেলাকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন তিনি। এ নিয়েও নেতিবাচকভাবে খবরের শিরোনামে আসছেন তিনি। বিশেষ করে তার পোশাক নিয়ে তুমুল আলোচনা চলছে। অনুরাগীদের তার কানের দুই পোশাকই পছন্দ হয়নি। সমাজমাধ্যমের পাতায় উর্বশীর সাজ নিয়ে হয়েছে বিস্তর কাটাছেঁড়া। এদিকে কানের মতো উৎসবের লাল গালিচায় হাঁটার পরেও মন ভালো নেই অভিনেত্রীর। মায়ের জন্য মন খারাপ তার। এতদিন তিনি যেখানেই গিয়েছেন, সর্বত্র সঙ্গী ছিলেন নাকি তার মা। কিন্তু এই বছর আর তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি।
তাই বারবার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন অভিনেত্রী। কিছুদিন আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হুইলচেয়ার ছাড়া তার মায়ের কোথাও যাতায়াত করা খুবই অসুবিধা। সেই কারণেই ফ্রান্সে নিজের সঙ্গে মাকে নিয়ে আসতে পারেননি অভিনেত্রী। সেই ক্ষোভও প্রকাশ করেছেন উর্বশী। তিনি বলেন, মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে তিনি। কিন্তু এই কঠিন সময়ে মায়ের মনের জোরই আমায় অনেকটা এগিয়ে দেয়। উর্বশীর পরিবারের কেউ চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন। ফলে এই যাত্রা মোটেই মসৃণ ছিল না। তার এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না নিয়ে আসতে পারার জন্য অনুতপ্ত উর্বশী। প্রসঙ্গত, এই উৎসবে দুইদিন যে পোশাক পরেছিলেন অভিনেত্রী ।