
নিজের তৈরি উড়োজাহাজ আকাশে উড়িয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন মানিকগঞ্জের জুলহাস। মঙ্গলবার শিবালয়ের জাফরগঞ্জের যমুনার নদীর পাড়ে রানওয়ের মাধ্যমে তার বানানো প্লেনটি আকাশে উড্ডয়ন হয়। প্লেন চালাতে দক্ষ পাইলটের অভিজ্ঞতা না থাকলেও জুলহাস বুদ্ধি এবং মেধা দিয়ে তিনি তার তৈরি প্লেনটি নিয়ে আকাশে উড্ডয়ন করেন। দীর্ঘ চার বছরের গবেষণা এনে দিয়েছে তার এই সফলতা। জুলহাসের পরীক্ষামূলক প্লেন চালানো দেখতে মানিকগঞ্জের জেলা প্রশাসকসহ হাজারো উৎসুক জনতা যমুনা নদীর পাড়ে জড়ো হন।
পরীক্ষামূলকভাবে প্লেনটি নিয়ে আকাশে উড্ডয়নের জন্য বেলা ১১টার দিকে ২৮ বছর বয়সী জুলহাস প্লেনের স্টিয়ারিং সিটে বসে পড়েন। চারদিকে তখন উৎসুক মানুষের ভিড়। যমুনায় জেগে ওঠা চড়ে প্লেনটি রানওয়ের মাধ্যমে নিমিষের মধ্যেই আকাশে উড়ে যায়। প্লেনটি ৪০ থেকে ৪৫ ফুট উচ্চতায় অবস্থান করে প্রায় দুই মিনিট। আকাশে উড়ার দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে যান। অপলকদৃষ্টিতে তাকিয়ে থাকেন অনেকেই। হইহুল্লোড় ও করতালি দিয়ে জুলহাসের এই কারিশমাকে অভিবাদন জানান উৎসুক মানুষ।
জুলহাস বলেন, সম্পূর্ণ নিজের বুদ্ধিমত্তা দিয়ে আমি প্লেনটি তৈরি করেছি। প্লেন তৈরি করতে গিয়ে আমাকে তিন বছর গবেষণা করতে হয়েছে। এরপর পুরোপুরি এক বছর লেগেছে প্লেনটি তৈরি করতে। মোট চার বছরের পরিশ্রমে এই প্লেনটি তৈরি করা সম্ভব হয়েছে। এটা তৈরিতে যে মেটেরিয়াল আছে সেগুলো কিনতে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা তৈরির জন্য যে জ্ঞানটা প্রয়োজন সেই জ্ঞান অর্জন করতেও ৮/১০ লাখ টাকা লেগেছে।