
উপজেলা পরিষদ নির্বাচনে এই প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাকেরগঞ্জের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। অবহেলিত বাকেরগঞ্জ উপজেলাকে ঢেলে সাজাতে তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,প্রতীক পাওয়ার পর থেকেই তিনি বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন,তার পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন,নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু হলে তিনি জয় লাভ করবেন,নির্বাচনে কেউ যাতে প্রভাবিত করতে না পারে সেজন্য তিনি নির্বাচন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
আরো পড়ুন:বরিশালের প্রথম শিরোপা জয়
বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন,গোটা বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এগিয়ে যাচ্ছে,বাকেরগঞ্জ উপজেলা পিছিয়ে রয়েছে, এখানে মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, বাকেরগঞ্জ উন্নয়নের প্রধান অন্তরায় নদী ভাঙ্গন, ভূমিদস্যুদের ভূমি দখল, চাঁদাবাজি ও সরকারের দেয়া উন্নয়ন প্রকল্পের অসম বন্টন।তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বাকেরগঞ্জ সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা পরিষদ গড়ে তুলবো ও মানুষের সুখে দুঃখে সকলের পাশে থাকবো। তাই জনগণের কল্যাণে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন। আমি নির্বাচিত হলে বাকেরগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট নগরী ও উপজেলা পরিষদ কে জনগণের জন্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলবো।
One thought on “উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচার প্রচারণায় বিশ্বাস মুতিউর রহমান বাদশা”