
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. নূরুল ইসলাম সোমবার (১৭ মার্চ) যোগদান করেছেন। কর্ম শুরুর পরই ওইদিন বিকালে পরিত্যক্ত অবস্থায় ২১ বস্তা চাল উদ্ধার করে তিনি এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই উপজেলার পৌষার এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা সরকারি এম. এস. এর ২১ বস্তা চাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সংবাদে ওই উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে উল্লিখিত চাল উদ্ধার করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, অসৎ কোনো ব্যবসায়ী চালগুলো কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল। অবশেষে উদ্ধার করা চাল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার বলেন, সোমবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছি। যোগদানের দিন বিকেলে উল্লিখিত এলাকা থেকে এ চাল উদ্ধার করা হয়।