
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউডের ‘ঠোঁটকাটা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। বিগত ছয় বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেও কপাল ফেরেনি! লাগাতার ফ্লপের ঠেলায় ক্যারিয়ার শেষের পথে এ নায়িকার। তবে ক্যারিয়ারে শনির দশা চললেও মুখে লাগাম নেই তার।প্রতিনিয়ত একের পর এক ইস্যুতে মন্তব্য করে নিজেকে রাখেন আলোচনায়। এবার তো সোজা আমেরিকাকে তুলাধোনা করলেন অভিনেত্রী!সম্প্রতি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে ‘ইমার্জেন্সি’র। ওটিটি দর্শকদের কাছে প্রশংসাও পাচ্ছে বেশ।
আর এবার এই সিনেমার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাওয়াত।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ‘ইমার্জেন্সি’ নেটফ্লিক্সে মুক্তির পর ভারতে নেটফ্লিক্সের টপে রয়েছে। আর সিনেমাটির প্রশংসাও করছে নেটিজেনরা। কারো কারো মতে, সিনেমাটির জন্য অস্কার পাওয়া উচিত কঙ্গনার। এমনই এক নেটিজেনের পোস্টকে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন অভিনেত্রী।কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে চলচ্চিত্রটির প্রশংসা করা এক নেটিজেনের পোস্ট শেয়ার করেন। সেই নেটিজেন লিখেছিলেন, ‘ইমার্জেন্সি অস্কারের জন্য যোগ্য। কঙ্গনা, কী অসাধারণ সিনেমা!’ কঙ্গনা সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে লেখেন, “আমেরিকানরা তাদের আসল মুখ দেখতে চায় না, যেভাবে তারা সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউডের ‘ঠোঁটকাটা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। বিগত ছয় বছরে একের পর এক সিনেমা ফ্লপ।