Dhaka 6:55 pm, Saturday, 24 May 2025

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করলো যুক্তরাষ্ট্র

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ার ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিথিল করা হয়েছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিধিনিষেধ।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে গত ১৩ মে সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো আকস্মিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শুক্রবার (২৩ মে) মার্কিন ট্রেজারি বিভাগ এবং স্টেট ডিপার্টমেন্ট একযোগে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,  ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সিরিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

ঘোষণা অনুযায়ী, স্টেট ডিপার্টমেন্ট ২০১৯ সালের ‘সিজার সিরিয়া সিভিলিয়ান প্রটেকশন অ্যাক্ট’-এর আওতায় জারি করেছে একটি গুরুত্বপূর্ণ ছাড়পত্র। এর ফলে আঞ্চলিক অংশীদাররা সিরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এবং সিরিয়ায় নতুন বিনিয়োগ উৎসাহিত করার উদ্দেশ্যে এই অনুমোদনগুলো দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করলো যুক্তরাষ্ট্র

Update Time : 01:39:08 pm, Saturday, 24 May 2025

সিরিয়ার ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিথিল করা হয়েছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিধিনিষেধ।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে গত ১৩ মে সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো আকস্মিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শুক্রবার (২৩ মে) মার্কিন ট্রেজারি বিভাগ এবং স্টেট ডিপার্টমেন্ট একযোগে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,  ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সিরিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

ঘোষণা অনুযায়ী, স্টেট ডিপার্টমেন্ট ২০১৯ সালের ‘সিজার সিরিয়া সিভিলিয়ান প্রটেকশন অ্যাক্ট’-এর আওতায় জারি করেছে একটি গুরুত্বপূর্ণ ছাড়পত্র। এর ফলে আঞ্চলিক অংশীদাররা সিরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এবং সিরিয়ায় নতুন বিনিয়োগ উৎসাহিত করার উদ্দেশ্যে এই অনুমোদনগুলো দেয়া হয়েছে।