
সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে সুনামগঞ্জ বসবাসরত দোয়ারাবাজার উপজেলার কল্যাণ সদস্য নব পিপি,এজিপি,এপিপিদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান
আজ শনিবার (২৫ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফিকুল ইসলামের সঞ্চালনায়, সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের উপদেষ্টা, আমিনুল হক,ডা: আব্দুল হাকিম, এড চান মিয়া,এড রফিকুল আলম,এড আ: হামিদ,মো: ফয়জুর রহমান, এড আ: আজাদ রোমান,
সমিতির সদস্য মানিক মাষ্টার,আ:ওয়াহিদ চেয়ারম্যান ,বেলায়েত মাষ্টার।
আরও উপস্থিত ছিলেন,সমিতির এড সাইদুর রহমান,খলিলুর রহমান,অশিত তালুকদার, কবির আহমদ, প্রণয় চক্রবর্তী, বিপলু রঞ্জন দাস,নূর আহমেদ মাসুম,আসকর আলী,
সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়, পিপি এড সামসুর রহমান, এপিপি এড মো: জামাল উদ্দিন ,এড মোহাম্মদ মাসুক মিয়া,এড ফজলুল হক, এড গেয়াস উদ্দিন, এড সালেহ আহমদ, এড আইন উদ্দিন, এড মুহাম্মদ জয়নাল আবেদীন, এড আ: গাফফার,এড আব্দুর রউফ, ও এজিপি জহুরা খাতুন’কে।