
টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি আলুভর্তি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী আরেকটি ট্রাক হাতিয়া এলাকায় পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাকের চালক নিহত হন। এ ঘটনায অপর চালক ও সহকারীসহ আরো তিনজন আহত হয়। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহতদের উদ্ধার করে।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।